পলি পেয়ারা একটি উচ্চ ফলনশীল ও মিষ্টি রসালো পেয়ারার জাত। পেয়ারার ভেতরে ও বাহিরে সমান লাল বর্ণের হয় এবং গাছের পাতা ডাল শাখা-প্রশাখা সবকিছুই লাল হয়ে থাকে। লাল রঙের এই পেয়ারা গাছ বাগানে সৌন্দর্যবর্ধন সহ প্রচুর ফল দিতে সক্ষম। সাধারণ পেয়ারার মতোই এই গাছের তেমন বেশি যত্ন প্রয়োজন হয় না অল্প যত্নে প্রচুর ফল দিতে সক্ষম। পরিপক্ব ও কাঁচা উভয় অবস্থাতেই ফল সুমিষ্ট।
ভেতরে ফলের রস ও লাল বর্ণের হয়ে থাকে। মিষ্টি ও লাল বর্ণের হওয়ার জন্য প্রত্যেকের বাগানে একটি করে লাল পেয়ারার চারা স্বভাবতই চোখে পড়ে। আপনার বাড়ির আঙিনা, বাগানে বা ছাদ বাগানে যদি এখনও লাল পেয়ারা গাছ রোপণ না করে থাকেন তাহলে আজকেই একটি পলি পেয়ারা গাছ রোপন করুন।
তাছাড়া লাল পেয়ারা গাছ একটি বাগানের প্রচুর পরিমাণে সৌন্দর্যবর্ধন করে থাকে কারণ পাতা ও গাছ লাল বর্ণের হওয়ায় অনেক আকর্ষণীয়। বাগানের মাঝে যত গাছ থাকুক না কেন সর্বপ্রথম চোখ দিয়ে এই লাল পেয়ারার গাছে পড়ে।
