Pandorea jasminoides ,বা বোয়ার ভাইন Bower vine নামে পরিচিত bower of beauty হল Bignoniaceae পরিবারের বহুবর্ষজীবী লতানো গাছ।
পানডোরা জেসমিন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়ালেস এর গাছ। সুন্দর ফুল ও সুন্দর পাতা এই দুই গুণের জন্যই বাগানে এর বেশ কদর। ফানেলাকৃতির সাদা ফুল মাঝের অংশ গাঢ় গোলাপী বা মেরুন রঙের, সুগন্ধি।
গাছ কড়া রোদ বা হালকা ছায়াযুক্ত- দুই জায়গাতেই মানিয়ে নিতে পারে। মাটিতে পানি জমে থাকা তার অপছন্দের। আমাদের দেশের আবহাওয়ার সাথে ভালোই মানিয়ে নিয়েছে।
