নীলমণিলতা একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ । নীলমণিলতা ফুল গাছের বৈজ্ঞানিক নাম Petrea volubilis হচ্ছে ভার্বেনেসি Verbenaceae পরিবারের পেট্রিয়া Petrea গণের একটি লতানো আরোহী গুল্ম। নীলমণিলতা ফোটে বসন্তকালে। ফুলটি এসেছে মধ্য আমেরিকা থেকে। ইংরেজিতে Blue Bird Vine, Purple Wreath, Queen’s Wreath, Sand Paper Vine ইত্যাদি নাম ডাকা হয়।
এটি লতিয়ে চলে, ঝোপ তৈরি করে, লতানো শাখা-প্রশাখা নিচের দিকে ঝুলতে থাকে। সেসব শাখার অগ্রভাগে গুচ্ছাকারে পুষ্পমঞ্জরীতে ছড়ার মতো নীল রঙের ফুল ফোটে। এর রয়েছে পাঁচটি পাপড়ি। খসখসে পাতার এ ফুল তারা আকৃতির।
নীলমণি সম্পূর্ণ নীল নয়- অনেকটুকু বেগুনী। নীলের চেয়ে বোধ করি বেগুনী রঙটিই ঠিক মনে হয়। ফুল নীল বা ফিকে বেগুনি রঙের। অনেকগুলো ফুল একসাথে থোকা আকারে ফোটে। ফুলের বৃতি ৬ মিমি পর্যন্ত লম্বা। ফুলের পাঁচটি পাপড়ি তারার মতো মেলে থাকে, রং হালকা নীল থেকে বেগুনি। কেন্দ্রস্থল নীল। পাপড়ির গোড়া একটা খাটো নলের সঙ্গে যুক্ত। ফুল ফোটার পর দ্রুত ঝরে যায়।
নীলমণি লতার পাতা উপবৃত্তাকার, হালকা সবুজ, খসখসে, কখনো কখনো শিরা বরাবর ঢেউ খেলানো। পাতা ৬ থেকে ২১ সেন্টিমিটার লম্বা ও ২ থেকে ১১ সেন্টিমিটার চওড়া। অগ্রভাগ সরু তবে ভোঁতা। ছড়ার মতো মঞ্জরী দণ্ডে অনেক ফুল একসঙ্গে ফোটে।
ফুল থেকে ফল হয়। ফল বৃতি দ্বারা আবদ্ধ থাকে। ফল শক্ত, শাঁস কম। গাছ বেশ লম্বা হয়, ১৩ মিটার পর্যন্ত বাড়ে। অনেক লতা একসঙ্গে জড়াজড়ি করে ঝোপ করে কখনো কখনো। এর বংশ বিস্তার হয় শাখা কলম, গুটি কলমের মাধ্যমে।
