স্পাইডার জবা বাগানের একটি অসাধারণ কালেকশন! প্রথম দেখায় এর সৌন্দর্যের মোহে আকৃষ্ট হয়ে যেতে আপনি অবশ্যই বাধ্য। সাধারণ জবা ফুল থেকে এই স্পাইডার জবা অনেকটাই ভিন্নতর হয় দেখতে। এর পাঁপড়িগুলো থাকে কোঁকড়ানো। মাঝে দীর্ঘ ঝুলন্ত পরাগদন্ড। ফুল গন্ধহীন। ফুটন্ত ফুল গাছ বেশ মনোরম ও নজরকাড়া। ডালের আগায় ঝুলন্ত হয়ে ফুটে। ৫টি পাপড়ি থাকে প্রতিটি ফুলে। পাপড়িগুলি উপরের দিকে বাঁকা আর কিনার ঝালরের মতো কাটাকাটা থাকে। পরাগদন্ড বেশ লম্বা হয় এবং ফুলের নিচে ঝুলে থাকে।
ইংরেজিতে ফ্রিঞ্জড রোজম্যালো, যা হিবিস্কাস ফিমব্রিয়াটাস নামেও পরিচিত, মালভেসি পরিবারের অন্তর্গত একটি ফুলের উদ্ভিদ। এটি দেখতে অনেকটাই ঝুমকার মতো বলে অনেকেই ঝুমকো জবা বলে থাকে।
ঝুমকা জবাকে ক্ষণস্থায়ী বলা যায়, ভোরের আলোর সঙ্গে ফুল ফোটে এবং দিন শেষে নেতিয়ে যায়। গাছের প্রায় প্রতি শাখা-প্রশাখায় ফুল ধরে এবং পত্রকক্ষ থেকে বোঁটায়। শাখা-প্রশাখা ও কাণ্ড মাঝারি শক্ত মানের হয়। সরাসরি মাটি ও টবে রোপণ উপযোগী ফুলগাছ। ডাল কাটিংয়ের মাধ্যমে এ ফুলের বংশ বিস্তার করা হয়। উঁচু ভূমি রৌদ্রোজ্জ্বল পরিবেশ ও প্রায় সব ধরনের মাটিতে জন্মে।
গাছটি ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর বৃদ্ধির প্রবণতা সোজা। পাতাগুলি গাঢ় সবুজ এবং ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ফুলগুলি গাছের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য, বড়, উজ্জ্বল ফুলগুলি ৫ ইঞ্চি ব্যাস পর্যন্ত হতে পারে।
