বাঙ্গালীর অতি পরিচিত কুন্দ ফুল ভারতীয় উপমহাদেশের বহুবর্ষী প্রজাতি। সারাবছর প্রচুর ফুল পাওয়া যায় । এর বৈজ্ঞানিক নাম: Jasminum multiflorum এবং ইংরেজি নাম: winter jasmine, Indian jasmine, downy jasmine, and star jasmine. কুন্দ Oleaceae পরিবারের Jasminum গণের চিরসবুজ উদ্ভিদ।
বেলি ফুল ও জুঁইয়ের পাতার সঙ্গে এর অনেক মিল। লতানো ধরনের চিরসবুজ ঝোপ। ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গেল বা ডাবল ফুল ফোটে । বংশবৃদ্ধি কলমে, শিকড় থেকেও চারা গজায়।
পাতা ও কচি ডাল রোমশ। পাতা একক, ৩-৬ সেন্টিমিটার লম্বা, উপর মসৃণ, নিচ রোমশ। বেশি ফুল ফোটে শীত, বসন্ত ও গ্রীষ্মে। চারপাশে ছড়িয়েপড়া ছোট ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গল বা ডাবল ফুলগুলো ৩ সেন্টিমিটার চওড়া। দলনলের আগায় ৭ থেকে ৯টি পাপড়ি থাকে, পাপড়ির আগা চোখা বা ভোতা দুরকমই হতে পারে।
সাধারনত মাটিতে বড়ো গাছ হলেও, টবের ছোট গাছেও প্রচুর কুন্দ ফুল ফুটে থাকে।
